কলাপাড়ায় শিক্ষকর উপর হামলা ও কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

পিবিএ,কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলমের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে কলাপাড়া পেশাজীবী শিক্ষক সমাজ। মঙ্গলবার সকাল ১০ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী সড়কে এ মানববন্ধনে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন। গত রোববার (৩ফেব্রুয়ারি) দুপুরে মঞ্জুরুল আলম ও তার ভাই মনিরুল ইসলামের উপর হামলা চালায় একদল যুবক।

এদিকে একই সময়ে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ছাত্র রাকিবুর ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলমকে দায়ী করে তাঁর শাস্তির দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের দেড় শতাধিক নারী-পুরুষ। কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন পরবর্তী সমাবেশে রাকিবুলের পিতা মতিয়ার রহমান, চাচী কুলসুম বেগম ও গ্রামবাসী রিনা আক্তার বক্তব্য রাখেন। তারা বলেন, মঞ্জুরুল আলম ও তার সহযোগীরা গত রোববার সকালে রাকিবুরকে কুপিয়ে জখম করে। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পিবিএ/উকএইচ/এইচএইচ

আরও পড়ুন...