কাকে বেশি পছন্দ মুসলিমদের?

পিবিএ ডেস্ক : ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, বরং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী পদে বেশি পছন্দ করছেন দেশটির মুসলিম ও তফসিলি জাতিভুক্ত মানুষরা৷

জাতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘পলিটিক্যাল স্টক এক্সচেঞ্জ’ সমীক্ষা বলছে, এই বিশেষ অংশের ভোটাররা চাইছেন, এবারের নির্বাচনে ভারতের ক্ষমতায় আসুক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন সরকার৷

রাহুলের দাদিমা ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীর মতোই দিল্লির সিংহাসনে বসুন রাহুল গান্ধী৷ আগামী পাঁচ বছরের জন্য তিনি দেশ চালান৷ এমনটাই ইচ্ছা তাদের।

সমীক্ষা মতে, তফসিলি সম্প্রদায়ভুক্তদের মধ্য ৪৪ শতাংশ মানুষ আগামী প্রধানমন্ত্রীর পদে রাহুল গান্ধীকে দেখতে চাইছেন৷ অন্যদিকে তফসিলি সম্প্রদায়েরই ৪১ শতাংশ মানুষ আরও একবার দেশের প্রধানমন্ত্রীর পদে বসাতে চাইছেন নরেন্দ্র মোদিকে৷ গত জানুয়ারিতেও হয়েছিল এই সমীক্ষা৷

গতবার ৩৪ শতাংশ তফসিলি সম্প্রদায়ভুক্ত মানুষ আগামী প্রধানমন্ত্রী হিসাবে রাহুলকে চেয়েছিলেন এবং মোদিকে চেয়েছিলেন ৪৭ শতাংশ৷ অর্থাৎ এই সমীক্ষা থেকে একটা বিষয় পরিষ্কার, যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে তফসিলিদের মধ্যে ততই কংগ্রেস সভাপতির জনপ্রিয়তা বাড়ছে এবং মোদির কমছে৷

যা কংগ্রেস ও রাহুলের পক্ষে যথেষ্ট স্বস্তির বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ তাদের স্বস্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এই সমীক্ষার দ্বিতীয় ভাগ৷ যেখানে দেখা গিয়েছে, মুসলিমদের মধ্যেও দিন দিন বাড়ছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা৷

গত জানুয়ারিতে করা সমীক্ষায় ৫৭ শতাংশ মুসলিম জানিয়েছিলেন, কংগ্রেস সভাপতিকে দেশের আগামী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান তারা৷ এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৬১ শতাংশ৷ জানুয়ারির সমীক্ষায় ১৭ শতাংশ মুসলিম নরেন্দ্র মোদিকে আবারও প্রধানমন্ত্রীর পদে বসাতে চেয়েছিলেন৷ এবার সেই সংখ্যাটা মাত্র একধাপ বেড়ে হয়েছে ১৮ শতাংশ৷

এক্ষেত্রে একটা বিষয় বলতেই হয়, তফসিলি সম্প্রদায় ও মুসলিমদের বিচারে রাহুল গান্ধী এগিয়ে থাকলেও, সমগ্র দেশের মানুষের বিচারে কিন্তু তিনি নরেন্দ্র মোদির থেকে জনপ্রিয়তায় অনেকটাই পিছিয়ে৷

ইন্ডিয়া টুডের ‘পলিটিক্যাল স্টক এক্সচেঞ্জ’ সমীক্ষাতেই ধরা পড়েছে, সমগ্র দেশের ৫২ শতাংশ মানুষ আরও একবার মোদিকেই প্রধানমন্ত্রী চাইছেন৷ তুলনায় রাহুলের পক্ষে ভোট পড়েছে ৩১ শতাংশ৷ ফলে গোটা দেশের নিরিখে বিচার করলে রাহুল এখনও মোদির তুলনায় পিছিয়ে রয়েছেন, এটা স্পষ্ট৷
পিবিএ/এএম

আরও পড়ুন...