পিবিএ,হাটহাজারী: মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে—তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।তাই আসুন প্রবাসে ভাগ্য পরিবর্তনের আশায় ১২ বছর পূর্বে সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমানো চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাজী কামাল উদ্দিনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে আসুন। বর্তমানে বিগত পাঁচ মাস আগে ব্রেইন স্ট্রোক করে আবুধাবীর ক্লিভল্যান্ড ক্লিনিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন কামাল উদ্দিন। পূর্বের চেয়ে তার চিকিৎসায় কিছুটা অগ্রগতি হলেও, ডাক্তারদের দাবি তার দরকার দীর্ঘমেয়াদী চিকিৎসার পাশাপাশি পারিবারিক সেবা।এমন অবস্থায় কামালের চিকিৎসা ব্যয় নির্বাহের পাশাপাশি তাকে দেশে পাঠাতে দূতাবাসসহ বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন তার নিকটতম প্রতিবেশী প্রবাসীরা।
সুত্রে জানা যায়,দেশটিতে যাবার পর ভালোভাবেই চলছিল তার দিনযাপন।গত পাঁচ মাস পূর্বে হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর, দুর্যোগ নেমে আসে এই প্রবাসীর জীবনে। বর্তমানে আবুধাবীর ক্লিভল্যান্ড ক্লিনিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন এই বাংলাদেশি। অন্যদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দীর্ঘ পাঁচ মাসের অধিক সময় হাসপাতালের বেডে শুয়ে থাকায় তার স্ত্রী দুুই ছেলেকে নিয়ে অনাহারে দিন যাপন করছে।এমনকি পাঁচ মাস আবুধাবীতে ভগ্নিপতির দেখভাল করতে গিয়ে নিজ চাকরি হারিয়েছেন কামালের শ্যালক মোহাম্মদ মোরশেদ।তার শ্যালক মোরশেদ জানান,কামালের আগের চেয়ে চিকিৎসায় সামান্য অগ্রগতি হলেও ডাক্তাররা তাকে চিকিৎসার পাশাপাশি পারিবারিক সেবা শুশ্রূষার পরামর্শ দেন। তাঁকে দেশে পাঠাতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন। এত টাকা আমাদের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।এ অবস্থায় কামালের চিকিৎসা ব্যয় নির্বাহের পাশাপাশি, দেশে পাঠাতে দূতাবাসসহ বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা। এছাড়া প্রবাসের বিত্তবান ব্যক্তিবর্গসহ সকলের সহযোগীতায় সুস্থ হয়ে উঠবেন এই বাংলাদেশি। এমন প্রত্যাশা সবার।
যারা কামালকে সহযোগিতা করতে চান তাঁরা যোগাযোগ করতে পারেন। মোহাম্মাদ মোরশেদ (কামালের শ্যালক) +৯৭১ ৫৬ ৯৬৭ ৭৫১২ ও রাজু (রিয়াদ) ০০৯৭১৫৫৭৫২১৪১৫ আবুধাবী, ইউ এ ই।
পিবিএ/বিএইচ