
মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার(৩ ফেব্রুয়ারি) ১২ টার দিকে বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সল্লা চরপাড়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতারা হলেন- কালিহাতী উপজেলার গোয়ালিয়া বাড়ির মৃত শুকুর আলীর ছেলে আব্দুস সাত্তার (৩৫) ও কুরশাবেনুর আব্দুল হকের ছেলে আব্দুল মোমিন (৩৬)।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১২টার দিকে কাঁচামাল ব্যবসায়ী (মরিচ) ব্যবসায়ী মোমিন ভ্যানযোগে হাতিয়া হাটে যাচ্ছিলেন। এসময় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ( ঢাকা-মেট্টো-ব-১৪-৭৫০৩) পেছন থেকে ওই ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুস সাত্তার ও ব্যবসায়ী মোমিনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁচামাল ব্যবসায়ী মোমিনের মরদেহ থানায় আনা হয়েছে এবং ভ্যানচালক আব্দুস সাত্তারের মরদেহ থানায় আনা হয়েছে। ওই যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।