মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে টাঙ্গাইলের কালিহাতীতে আনন্দ মিছিল করা হয়েছে। মিছিল শেষে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সাবেক এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী বাসায় ও তার ব্যক্তিগত অফিসে অগ্নিসংযোগ। উপজেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরের বাসা ভাংচুর ও মোটরসাইকেল অগ্নিসংযোগ এবং উপজেলা আওয়ামী লীগের আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ রাজুর বাসা ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।
উত্তেজিত কয়েকশ বিক্ষুব্ধ জনতা সাবেক এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী বাসায় ও তার ব্যক্তিগত অফিসে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।
এছাড়াও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরের বাড়িতে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে মোটরসাইকেল বাহিরে বের করে আগুন জ্বালিয়ে দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগ অফিস ও চেয়ার টেবিল ভাংচুর করা হয়েছে। এছাড়া উপজেলা বিভিন্ন স্থানে তাণ্ডব চালানো হয়েছে।