পিবিএ,কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পোনা অরমুক্তকরনসহ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন শেষে ঘাটা খালী নদীতে গিয়ে শেষ হয়।
পরে ঘাটা খালী নদীদে পোনা অবমুক্তকরন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইসতিয়াক আহম্মেদ ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন,কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম, মৎস কর্মকর্তা উম্মে ফারা বেগম তাসকিরাসহ প্রমুখ।
বক্তারা মৎস সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতির নানা বিষয় নিয়ে আলোচনা করেন।পরে উপজেলার তিন জন সফল মৎস চাষীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ইকে/ফজলে রাব্বি/ইকে