পিবিএ,কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে করোনায় ভয়াবহ অবস্থায় পড়া নিম্ন আয়ের ৩হাজার ৬শত ৭৫জন পরিবারের মাঝে ৫ম ধাপে সরকারের সয়তায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১০কেজি চাল ও ১ প্যাকেট করে স্যামাই বিতরণ করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে পৃথক পৃথক ৯টি স্থানে এ ত্রাণ বিতরন করা হায়।
কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, প্রধান মন্ত্রীর নির্দেশনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,এমপি মহদয়ের পরিকল্পনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ পর্যন্ত ২৩হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় প্রসাশনিক কর্মকর্তা জাহিদুল আলম তাল্লুকদার, কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিবিএ/ফজলে রাব্বি/এএম