
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মাসকলাই প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহনাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার শিকদার মোহায়ামেন আক্তার, সোনার বাংলা ফাউন্ডেশনের শিবুপদ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের কলীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ১২৫ জন চাষীকে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ডিএমপি সার ও ৫ কেজি এমপিও সার প্রদান করা হয়।