কালীগঞ্জে পথচারীদের মাস্ক বিতরণ করলেন এমপি

পিবিএ,ঝিনাইদহ: কালীগঞ্জে বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে মরন ভাইরাস করোনার সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে । শুক্রবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল রোড থেকে নিজ হাতে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার। এ সময় তিনি পথচারী জনতাকে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন।
পৌরসভার মেয়র আশরাফুল আশরাফের ব্যবস্থাপনায় মাস্ক ও লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এসএম নাইমুর রহমান রাজিব, যুবলীগ নেতা খলিলুর রহমান ও তরিকুল ইসলাম প্রমুখ।

পিবিএ/আরিফ মোল্যা/এমআর

আরও পড়ুন...