
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি সোহার্থ ঘোষ বাপ্পি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমছের, সাবেক জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি রবিন ঘোষ, কালীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কমিটির সভাপতি তিথি রানী ভদ্র, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইন্তাদুল হক ইন্তা, কালীবাড়ীর সহ-সভাপতি নিশিত বরণ সাহা, সাধারণ সম্পাদক অমলেন্দু পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক ঘোষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কালীবাড়ীর সহ-সভাপতি সুব্রত নন্দী।
এসময় প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সময়ে ধর্ম, বর্ন, নির্বিশেষে সকল মানুষ যার যার ধর্মের রীতি অনুযায়ি নির্বিগ্নে পালন করছেন, যা প্রসংশার যোগ্য। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সবাই ভালো থাকে উল্লেখ করে বলেন, আপনাদের সহযোগীতায় আমরা একটি অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে চাই। যেখানে ধর্ম চর্চা নিয়ে কেউ কারোর বাঁধা হবে না। তিনি আরও বলেন, আমি প্রতিটা পূজার সময় এখানে এসে থাকি। আপনাদের সোহার্দ্যপুণ্য আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি। কালীগঞ্জে যে আধুনিক কালীমন্দিরের নির্মাণ শুরু হচ্ছে, সেটা অনেক আনন্দের বিষয়।
অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার তৃতীয়বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচন হওয়ায় কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।