কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

accident-500 PBA

পিবিএ,ঢাকা: গাজীপুরের কালীগঞ্জ উপ‌জেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুজন নিহত হয়েছেন।

শ‌নিবার রাত ১০টার দি‌কে নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়‌কে কালীগঞ্জের উলু‌খোলা নাওটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই ট্রাকের চালক ও হেলপার। তবে তাৎক্ষ‌ণিকভাবে তাদের প‌রিচয় জানা যায়‌নি।

নাওজোর হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ওসি অহিদুজ্জামান জানান, টাঙ্গাইলগামী একটি ট্রাক কালীগঞ্জের নাওটানা এলাকায় এলে বিপ‌রীত দিক থেকে আসা এক‌টি কাভার্ডভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। এসময় আহত হন ‌হেলপার। তাকে উদ্ধার ক‌রে ঢাকার এক‌টি হাসপাতা‌লে নিলে সেখানে দায়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...