কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের কেয়াবাগান নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আশরাফ বিশ্বাস (৫২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জামাত আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আশরাফ উপজেলার বারোবাজার হাটে গরু বিক্রি করে বিকাল সাড়ে ৩টার দিকে ইঞ্জিনচালিত লাটা হাম্পারযোগে বাড়ি ফিরছিলেন। তিনি যশোর- ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস লাটাটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় লাটা গাড়িটি উল্টে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন...