পিবিএ, মহেশখালী: মহেশখালী উপজেলার কুতুবজোমে পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ ই জুলাই জুমাবার সকাল ৮ টায় কুতুবজোম ইউনিয়নের বুজুরুক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুবরনকারী শিক্ষার্থীরা হলেন বুজুরুক পাড়ার ঈসমাইল হোসেন ও নুর আয়েশার মেয়ে ফাতেমা জন্নাত(৮) এবং একই গ্রামের প্রতিবেশী এনামুল করিম ও জুলেখা বেগমের মেয়ে আজমিরা খানম (৯)। এরা দু’জনই কুতুবজোম মেহেরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী জানান, একই স্কুলের শিক্ষার্থী দুই বান্ধবি ফাতেমা জন্নাত ও আজমিরা খানম প্রতিদিনের ন্যায় স্থানীয় বুজুরুক পাড়া গ্রামের পুকুরে গোসল করতে নামে। বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত তারা বাড়ী ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের সাথে থাকা অপর এক শিশু তারা পুকুরে ডুব দিয়ে আর না উঠার বর্ণনা দেয়। এসময় প্রতিবেশিরা পুকুরে তল্লাশী কালে ১৫ মিনিট আগে পরে ফাতেমা জন্নাত ও আজমিরাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষনিক মহেশখালী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ আব্দুল শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতরা দুজনই তার স্কুলের ছাত্রী ফাতেমা জন্নাত ২য় শ্রেণীতে ও আজমিরা খানম ৩য় শ্রেণীতে পড়তো। ভালোভাবে সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পিবিএ/সরওয়ার কামাল/বাখ