পিবিএ,পিরোজপুর: পিরোজপুরের স্বরুপকাঠি থেকে কুমিল্লায় অপহৃত শিশু মো. সিয়াম (১০) কে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এ সময় অপহরণকারী জাহিদুর রহমান হেলাল (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার র্যাব-৮ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিশু উদ্ধার ও গ্রেপ্তার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব অফিসসূত্র জানায়, কুমিল্লার মুন্সিকান্দি এরাবিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থী মো. সিয়াম গত ২০ নভেম্বর নিখোঁজ হয়। অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে সৎ বাবা জাহিদুর রহমান হেলাল ফোন করে জানান, শিশুকে তিনি অপহরণ করেছেন এবং বিনিময়ে মুক্তিপণও চেয়েছেন। এমন সংবাদে শিশুটির মা ২৯ নভেম্বর (শুক্রবার) বরিশাল র্যাব-৮’কে শিশু অপহৃরনের বিষয়টি লিখিত অভিযোগে করে শিশু উদ্ধারে সহযোগীতা কামনা করেন।
অভিযোগের ভিত্তিতে র্যাব-৮ শনিবার বরিশালের মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে অপহরণকারী জাহিদুর রহমান হেলালকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, অপহৃত শিশু সিয়াম তার হেফাজতে পিরোজপুরের স্বরুকাঠি গ্রামের বাড়িতে রয়েছে। পরবর্তীতে রবিবার র্যাব-৮ এর একটি টিম শিশুটিকে জেলার স্বরূপকাঠী থেকে উদ্ধার করে।
এই ঘটনায় অপহরণকারী জাহিদুর রহমান হেলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮ কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত জাহিদুর রহমান উদ্ধার হওয়া শিশু মো. সিয়াম’র সম্পর্কে সৎ বাবা হন বলে জানিয়েছেন।
পিবিএ/দিবাকর দত্ত পুলিন/বিএইচ