পিবিএ,হিলি: কুমিল্লা থেকে ফেরত আসা জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে দিনাজপুরের বিরামপুরে ফরহাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি ১০-১২ দিন ধরে জ্বর, সর্দিতে আক্রান্ত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা নমুনা গুলো পরীক্ষা-নিরিক্ষার জন্য আইইডিসিআরে প্রেরণ করবো। এরপর ওই বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
পিবিএ/সোহেল রানা/বিএইচ