পিবিএ,কুমিল্লা: কুমিল্লায় বার্ষিক এ্যাথেলেটিকস্ প্রতিযোগীতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন হয়।
কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বার্ষিক এ্যাথেলেটিকস্ প্রতিযোগীতায় ১১টি ইভেন্টে কুমিল্লা জেলার উপজেলা ও বিভিন্ন স্কুল, কলেজ থেকে শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর প্রতিযোগীতার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি বেগম মনিরা নাজনীন, সাধারণ সম্পাদক রাশেদা রহমান, জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক এ্যাথেলেটিকস্ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি বেগম মনিরা নাজনীন।
পিবিএ/এমএইচ/এমএসএম