কুমিল্লা বরুড়ার শরাফতিতে তৈয়্যবী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

মনির হোসেন,কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়নের শরাফতি উত্তর পাড়ায় তৈয়্যবী ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ২০০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।আজ ১৯ই মে (মঙ্গলবার) সকাল ১১ টায় রক্তঋণ সংগঠনের সভাপতি গাজী কামরুল হাসানের সঞ্চালনায় ও তৈয়্যবী ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহিউসসুন্নাহ মুহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক এমডি আজিজুল ইসলাম,শরাফতি গ্রামের মেম্বার ফরিদ উদ্দিন, জীবন শৈলী সংগঠনের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,প্রচার সম্পাদক রাকিব হাসান,আলোর প্রদীপ সংগঠনের সভাপতি মাস্টার মাহফুজুল ইসলাম,সাংবাদিক শরীফুল ইসলাম,তৈয়্যবী ফাউন্ডেশনের সদস্য জাকির হোসাইন তৈয়্যবী,মাহাদী হাসান,আতিক উল্লাহ,মাহমুদ হাসান সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ছোট্ট পরিসরে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মাওলানা মুহিউসসুন্নাহ মুহিম বলেন,আমরা ২৩ অক্টোবর ২০১৮ সাল থেকে সংগঠন প্রতিষ্ঠার পর থেকে গ্রামের অসহায়,দুস্থ,গরীব ও শ্রমজীবী মানুষের চিন্তায় আল্লাহর সন্তষ্ঠি লাভের জন্য ভালো ভালো কাজ করে আসছি।আমরা চেষ্টা করেছি এই সংগঠনের মাধ্যমে গ্রামের ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ পরিবর্তন করা এবং এতে দেশ ও প্রবাসী ভাইদের সাড়া পাচ্ছি।অতিতের ন্যায় ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে।আমি সংগঠনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় প্রধান অতিথি আনিসুল ইসলাম বলেন,সামাজিক সংগঠনগুলো বরুড়ায় যেভাবে কাজ করে যাচ্ছে তা এই মহামারী সময়ে আসলেই প্রসংশনীয়।আমি ভেবেছি তৈয়্যবী ফাউন্ডেশন একটি বিষয় নিয়ে কাজ করে।কিন্তু আমার ধারণা ভুল তারা সারা বছরব্যাপীই সমাজের বিভিন্ন ভালো কাজ করছে।আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংগঠনের সবাইকে শুভ কামনা জানাই।বক্তব্যের শেষ ভাগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান করেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি সংগঠনের সভাপতি মাওলানা মুহিউসসুন্নাহ মুহিমকে সাথে নিয়ে সবার কাছে কাছে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...