পিবিএ,কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, এসময় তিনি বলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তা ভুলে গিয়ে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। আওয়ামী লীগের মধ্যে থেকে যে সমস্ত কর্মীরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানো সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অতি শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
এরপর বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল আক্তার। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারিরা বক্তব্য রাখেন। এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
পিবিএ/শেখ সবুজ আহমেদ/বিএইচ