
পিবিএ ,খোকসা (কুষ্টিয়া) : কুষ্টিয়াখো খোকসায় সাংবাদিক শেখ সবুজের উপর হামলা করেছে স্থানীয় সুধে মহাজন মো:মোতাহার হোসেনের ছেলে মো: জসিমদ্দীন হোসেন। ২৪ তারিখ সন্ধা ৮ টার দিকে
সাংবাদিক শেখ সবুজ আহমেদ ও তার সহযোগী মোটর সাইকেলে করে খোকসা উপজেলার গোপ্রগ্রাম বাজার থেকে খোকসার দিকে রওনা দিয়েছিলো, এ সময় গোপ্রগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে এলেই তাদের কে থামিয়ে কিল-ঘুষি মারতে থাকে ও তাদের কাছে থাকা একটি ল্যাপটপ একটি ক্যামেরা ও নগদ ৪৫ শত টাকা তারা ছিনতাই করে নেই এবং চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে তাদেরকে কোপানোর চেষ্টা করে। এবং সাংবাদিক শেখ সবুজ আহমেদ ও তার সহযোগী কোন রকম মোটরসাইকেল দিয়ে প্রাণে পালিয়ে চলে আসে।
শেখ সবুজ আহমেদ বলেন, মোতাহার হোসেন খোকসা উপজেলার অনেক বড় একজন সুুুধের মহাজন,তার কারণে অনেক ভুক্তভোগী এখন পালিয়ে বেড়াচ্ছে এ বিষয়ে আমি একটি নিউজ এর জন্য কিছু তথ্য সংগ্রহ করি এ বিষয়ে তারা জানতে পেরে আমার উপর অনেক দিন থেকে হুমকি দিয়ে আসছিল এবং আজ তার ছেলে আমার উপর হামলা চালায় এবং বলে তোর থেকে বড় বড় সাংবাদিক’কে আমরা কিনে নিয়েছি। এ বিষয়ে আমি খোকসা থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের কাছে জানালে তিনি বলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।
স্থানীয়দের অভিযোগ মোতাহার হোসেন আগে মাদকের সঙ্গে জড়িত ছিল এবং এখন সুদের অনেক বড় একজন সুধের মহাজন এবং তার ছেলে জসিম উদ্দিন সে দীর্ঘদিন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে আছে।
এ বিষয়ে গোপগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলম হোসেন এর কাছে জানতে চাইলেন চাইলে তিনি বলেন, মোতাহার হোসেন ও তার ছেলে মো: জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে।
এ ঘটনার পরে ও সাংবাদিক শেখ সবুজ হোসেনকে হুমকি দিয়ে যাচ্ছে স্থানীয় নামধারী সাংবাদিক ও স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি জেনো ধামাচাপা দেওয়া যায়।
পিবিএ/ এসএসএ/জেডআই