কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পুরোটায় দেখে চেনার উপায় নেই এটি সড়ক নাকি গ্রামীণ এবড়ে থেবড়ে সড়ক। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে ধুলার কারণে দিনের বেলায় অন্ধকার নেমে আসে। শুধু অন্ধকার এই সড়কেই নয়, সড়কের পাশে বসবাসরত মানুষজনের জীবনও ওষ্ঠাগত। মহাসড়কের আশপাশের ঘর-বাড়ি, দোকান আর গাছপালাও এখন ধুলায় ছেয়ে গেছে। সড়ক দিয়ে চলাচলের সময় ধুলায় কিছুই দেখা যায় না এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয় চালক ও যাত্রীদের। রবিবার ১০ ফেব্রুয়ারি। ছবি: পিবিএ