পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামে টানা মৃদু শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাথে উত্তরের হিমেল হাওয়ায় কষ্টের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে এখানকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গত তিনদিনে জেলায় তাপমাত্রা ১০ডিগ্রি থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা ওঠানামা করলেও ঠান্ডার প্রকোপ কমেনি। গত এক সপ্তাহ যাবত প্রচন্ড শীতে কাতর এখানকার জনজীবন। অতিরিক্ত ঠান্ডার প্রকোপে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে চাননা অনেকেই। প্রচন্ড শীত আর হিমেল হাওয়ায় কাবু করেছে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের।
এদিকে, জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশিরভাগ শিশু ও বৃদ্ধ। গত ২৪ঘন্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ৫জন। এনিয়ে গত তিনদিনে জেনারেল হাসপাতালে ডায়রিয়া ও অন্যান্য শীতজনিত রোগে ভর্তি হয়েছে ৭০জনেরও অধিক।
পিবিএ/মমিনুল ইসলাম বাবু/এমএসএম