কুড়িগ্রামে গাঁজাসহ আটক ২

kurigram pba

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের মনির রায়ের ছেলে রহিনী কান্ত রায় ধনী(৩০), একই গ্রামের সতীশ বর্মনের ছেলে অনীল বর্মন (৩৫)।
পুলিশ জানায়, (৬ মার্চ) বুধবার ভোরে উপজেলার শিমুলবাড়ী জাকলাটারি এলাকায় এসআই মহুবর রহমানের নেতৃেত্বে গোপন সংবাদের ভিওিতে ২৬ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে আটক করে থানায় নিয়েে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...