কুড়িগ্রামে বন্যা দূর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা সদরের মোগলবাসা ইউনিয়নে বন্যাদূর্গতদের মাঝে রান্না করা খাবার ও চাল বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা ট্রাক্টর শ্রমিক কল্যাণ স য় সমিতি ক্যাতার মোড় আমিন বাজার এর আয়োজনে কুড়িগ্রাম জেলা সদরের মোগলবাসা ইউনিয়নে বন্যাদূর্গতদের মধ্যে গতকাল শনিবার রান্না করা খাবার ও শুকনো রুটি বিতরণ করা হয়।

প্রায় পাঁচ শতাধিক পরিবারের বন্যা দূর্গতদের মাঝে এ রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, কুড়িগ্রাম জেলা ট্রাক্টর শ্রমিক কল্যাণ স য় সমিতির নেতা শফি, মোস্তফা, আনিছুর, সোহেল, জাহাঙ্গীর, হারুন, জাহাঙ্গীর (২), ফজলু, মানু, এনামুল, কালু, একরামুল, মেহেরুল, সোহরাব, মন্টু প্রমুখ।

অপরদিকে জেলা সদরের মোগলবাসা ইউনিয়ন পরিষদের আয়োজনে ৪ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরজামাল বাবলু, বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী দীপক চন্দ্র রায় ও ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র বর্মন প্রমুখ।

পিবিএ/রফিকুল ইসলাম/বিএইচ

আরও পড়ুন...