‘কুড়িগ্রামে হিউম্যান রাইট ডিফেন্ডার ফোরাম‘র মানববন্ধন

kurigram-pba

পিবিএ,কুড়িগ্রাম: ‘‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়’’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রাম হিউম্যান রাইট ডিফেন্ডার ফোরাম র‌্যালি ও মানববন্ধন করেছে।

শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, হিউম্যান রাইট ডিফেন্ডার ফোরাম’র কুড়িগ্রাম শাখার সমন্বয়ক সাংবাদিক রাজু মোস্তাফিজ প্রমুখ।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...