কুড়িগ্রামে ১১টি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত

Kurigram_Upazila Election_PBA-3

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামে ব্যালট পেপার ছিনতাই এবং কারচুপির অভিযোগে ৫টি উপজেলার ১১টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। কেন্দ্রগুলো হলো, সদর উপজেলাা মালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুড়িগ্রাম সরকারি কলেজ। উলিপুর উপজেলার হোকোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা, কিসামত মালতিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাত্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাগেশ্বরীতে কুটি নাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ী মাদ্রাসা ও পূর্ব পয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চিলমারীতে খালেদা শওকত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রৌমারীতে ধনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রিটার্ণিং কর্মকর্তা হাফিজুর রহমান পিবিএকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/এমআইবি/এফএস

আরও পড়ুন...