কোটালীপাড়ায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশ এ আলোচনা সভার আয়োজন করে।

রবিবার দুপুরে কোটালীপাড়া থানা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান (পিপিএম বার)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ, কাউন্সিলর ওলিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন। এ আলোচনা সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধজনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান (পিপিএম বার) বলেন, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া ও যৌতুক প্রতিরোধে আমাদের যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পিবিএ/বিএস/এমএসএম

আরও পড়ুন...