পিবিএ,ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের কোনোরকম আপস না করতে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে এই নির্দেশনা দেন তিনি।
সিইসি বলেন, কোনো দলের প্রার্থীদের সঙ্গে আপস করা যাবে না। দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে। কাউকে সুবিধা দেয়া যাবে না। আইন ও বিধির আলোকে নির্বাচন পরিচালনা করতে হবে।
রিটার্নিং কর্মকর্তার সুপারিশে নির্বাচন বন্ধ করে দেয়া হবে জানিয়ে সিইসি বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন বন্ধ করার সুপারিশ করতে পারেন।কমিশন যদি মনে করে সুপারিশের পেছনে যুক্তি আছে, তাহলে ওই সম্পূর্ণ এলাকার নির্বাচন বন্ধ করা যেতে পারে।
পিবিএ/জেআই