কোমর পানিতে নেমে শিশুদের খাওয়ানো হচ্ছে টিকা!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জেলায় বন্যার পানি বেড়েই চলেছে। কিন্তু এ অবস্থার মধ্যেই সেখানে শুরু হয়েছে পোলিও টিকাদান কর্মসূচি। এর ফলে বেশ বিপাকে পড়েছেন অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা।

পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, রাজ্যের বন্যা কবলিত দক্ষিণ ২৪ পরগনা জেলায় জলমগ্ন কিছু এলাকায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করতে পানিতে নেমেই শিশুদের টিকা খাওয়াচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

টিকা খাওয়ানোর এমন কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, কোমর পানি, বুক পানিতে নেমে শিশুদের কাঁধে-মাথায় করে নিয়ে এসেছেন অভিভাবকেরা। আর সেই পানির মধ্যে নেমেই স্বাস্থ্যকর্মীরা তাদের টিকা খাওয়াচ্ছেন।

এদিকে শিশুদের সঠিক সময়ে পোলিও টিকা খাওয়ানো গুরুত্বপূর্ণ হলেও বন্যার পানিতে এভাবে ঝুঁকি নিয়ে টিকাদানের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এছাড়া দেশটির অনেক নাগরিক এ ঘটনার সমলোচনাও করছেন।

আরও পড়ুন...