কোম্পানীগঞ্জে এনজিও সংস্থা প্রিজমের ম্যানেজার আটক

কোম্পানীগঞ্জ,নোয়াখালী: অর্থ আত্মসাৎ মামলায় এনজিও সংস্থা প্রিজম ফাউন্ডেশন কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার বিটুল চন্দ্র নাথকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) রাত ১টায় কোম্পানীগঞ্জ থানার উপ- পরিদর্শক (এসআই) জাকির হোসেন বসুরহাটস্থ বিটুলের ভাড়া বাসা থেকে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে বিটুল চন্দ্র নাথ বিভিন্ন সময় নামে বেনামে ঋন তুলে তা তিনি নিজেই খরচ করে তা পরিশোধ করেননি। বিষয়টি জানতে পেরে সংস্থাটির এরিয়া ম্যানেজার সাইদুজ্জামান সাচ্চু কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ রাতে তাকে গ্রেফতার করে।

আটক বিটুল নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্ষিতিষ চন্দ্র নাথের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান গ্রেফতারের কথা নিশ্চিত করেন।

পিবিএ/রহমত উল্যাহ/এমএসএম

আরও পড়ুন...