কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে যুবকের মৃত্যু, আটক ৬

পিবিএ,কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে পিটিয়ে এক যুবককে হত্যা করেছে। এসময় আরো দুজন আহত হয়।
শুক্রবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ের ২নম্বর ওয়ার্ডের কেজি রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

নিহত যুবক শেখ জাহেদ (১৮) ঐ এলাকার জয়নাল আবেদীন সারেং বাড়ির মোঃ রফিক উল্যার ছেলে। সে কোরআনে হাফেজ ছিলো। পূর্ব শক্রতা ও গাড়ী ভাড়া নিয়ে তর্কের জেরে একই ওয়ার্ডের কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য আমির হোসেন, নূর হোসেন, রাসেদ, হৃদয়, অপুসহ ১৫ থেকে ২০ জন প্রকাশ্যে পিটিয়ে জাহেদকে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় জাহেদকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পিবিএ/রহমত উল্যাহ/এএম

আরও পড়ুন...