রহমত উল্যাহ,কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল মান্নান(৫৫) নামে এক নিরাপত্তা প্রহরীর দেহে করোনা শনাক্ত হয়েছে। আব্দুল মান্নান উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুকবুল স্বর্ণকার বাড়ীর মুকবুল আহমেদের ছেলে।
সে জনতা ব্যাংক বসুরহাট শাখায় নিরাপত্তা প্রহরীর চাকুরি করত। তার এক ছেলে প্রায় এক মাস পূর্বে ঢাকা থেকে বাড়িতে আসে বলে জানা যায়। কিছুদিন পূর্বে আব্দুল মান্নানের জ্বর-সর্দি দেখা দিলে তার নমুনা সংগ্রহ করা হয় এবং গতকাল তার নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে।
রবিবার(১০ মে) সকাল ১১ টায় আব্দুল মান্নানের বাড়িটি লকডাউন করে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুপ্রভাত চাকমা। আব্দুল মান্নানকে নোয়াখালী ভূলু স্টেডিয়ামে স্থাপিত কোভিড-১৯ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তার ছেলেকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের নমুনাও সংগ্রহ করা ব্যবস্থা করা হয়েছে।
পিবিএ/বিএইচ