কোম্পানীগঞ্জে ব্যবসায়ী সমিতির সভাপতির স্মরণে শোকসভা

পিবিএ,কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সদ্য প্রয়াত সভাপতি মরহুম রেয়াজুল হক লিটনের স্বরণে কোরআন খানি, মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় বসুরহাট রুপালি চত্বরে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারি নাজিম উদ্দিন নিজামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খীজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ উপজেলা বনিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, বসুরহাট দোকান মালিক সমিতির সভাপতি সুলতান নাসির উদ্দিন ম্ন্নুা, প্রেসক্লাব কোম্পানীগঞ্জ সভাপতি হাসান ইমাম রাসেল সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃৃবৃন্দ।

পিবিএ/রহমত উল্যাহ/বিএইচ

আরও পড়ুন...