রাজন্য রুহানি,পিবিএ,জামালপুর : পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। জামালপুর জেনারেল হাসপাতালে অস্থায়ী শেখ হাসিনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পালিত হয় এ কর্মসূচি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সকল ক্লাস বর্জন করে জামালপুর জেনারেল হাসপাতালের অস্থায়ী শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন চলে সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. রায়হান উদ্দিন, জেসমিন সুলতানা, মাহমুদ হাসান, চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহুরা খাতুন ও আহসানুল হাসান প্রমুখ।
২০১৪ সালে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের যাত্রা শুরু হলেও দীর্ঘ পাঁচ বছরেও তৈরি হয়নি পূর্ণাঙ্গ ক্যাম্পাস। জামালপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন ভবনে অস্থায়ীভাবে চলছে কলেজের কার্যক্রম। এতে নানা সমস্যা মোকাবেলা করতে হচ্ছে শিক্ষার্থীদের। দ্রুত সময়ের মধ্যে তাঁরা পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবি করেন। দাবি মানা না হলে, দীর্ঘদিনের জন্যে ক্লাস বর্জন করে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
পিবিএ/আরআর/জেডআই