ক্লিনটন-মনিকাকে নিয়ে ট্রাম্পের রসালো ইঙ্গিত!

trump_lewinsky_clinton

 

পিবিএ ডেস্ক : হোয়াইট হাউসে অতিথিদের সামনে ফের বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মন্ত্রী-আমলা এবং অতিথিদের হোয়াইট হাউস পরিদর্শন করাতে ভালবাসেন ট্রাম্প। কিন্তু যেই আসেন, তাকে নিয়ে ওভাল অফিসে হাজির হন তিনি। আর এভাবেই তিনি বিল ক্লিনটন ও লিউনিস্কি যৌন সম্পর্কের স্মৃতি উস্কে দেন।

সম্প্রতি হোয়াইট হাউসে নিজের অভিজ্ঞতা নিয়ে ‘টিম অফ ভাইপার্স: মাই ফাইভ হানড্রেড ডেজ ইন দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বই লিখেছেন মার্কিন প্রেসিডেন্টের প্রাক্তন প্রশাসনিক সহযোগী ক্লিফ সিমস। নিজের বইয়ে ডোনাল্ড ট্রাম্পের আচরণ নিয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছেন তিনি। তাকে উদ্ধৃত করে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

তা থেকে জানা গিয়েছে, ক্ষমতায় আসার পরই হোয়াইট হাউসের ভোল পাল্টে দেন ট্রাম্প। যে ওভাল অফিসে বসে এতদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন তার পূর্বসূরিরা, পরিবর্তন ঘটান সেখানেও। মার্কিন সিনেটর, বন্ধুবান্ধব এবং অতিথিদের কাছে এটা নিয়ে বড়াইও করেন তিনি। তবে হোয়াইট হাউসে পা রাখলে সকলকে ওভাল অফিসে নিয়ে যান তিনি। প্রশাসনিক কাজকর্ম বোঝাতে নয়, বরং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার আমলে হোয়াইট হাউসে প্রশিক্ষণ নিতে আসা মনিকা লিউইনস্কির যৌন সম্পর্কের স্মৃতি উস্কে দিতে।

ক্লিফ সিমস জানিয়েছেন, ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের সঞ্চালিকা হোয়াইট হাউসে পা রেখেছিলেন। তাকে নিয়েও ওভাল অফিসে হাজির হন ট্রাম্প। নির্দিষ্ট একটি জায়গা দেখিয়ে বলেন, ‘এখানেই বিল এবং মনিকা যৌন সম্পর্কে লিপ্ত হন।’ সেদিনের পর থেকে এটা অভ্যাসে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। বিল ও মনিকার ব্যবহৃত সব আসবাব ও জিনিসপত্র পাল্টে ফেলেছেন, এমনটাও বলতে শোনা গিয়েছে তাকে। শুধু তাই নয়, প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার আব্রাহাম লিংকন ছোট্ট বিছানায় কীভাবে ঘুমাতেন, সেই নিয়ে ট্রাম্প মশকরাও করেন বলে অভিযোগ সিমসের।

প্রাক্তন হোয়াইট হাউস আধিকারিকের এমন অভিযোগে ট্রাম্পকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়ে গিয়েছে মার্কিন রাজনৈতিক মহলে। পূর্বসূরির ব্যক্তিগত কাহিনী এভাবে উস্কে দেওয়ায় তার সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

হোয়াইট হাউসে প্রশিক্ষণ নিতে এসে বিল ক্লিন্টনের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল বলে অনেক আগেই স্বীকার করেছেন মনিকা লিউনিস্কি। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ওভাল অফিসের মধ্যে নয় বার মিলিত হয়েছিলেন বলে জানান তিনি।

পিবিএ/এমএস/জিজি

আরও পড়ুন...