ক্লিনিক মালিকের হামলায় ডাক্তার আহত


পিবিএ’মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে ক্লিনিক মালিকের হামলায় এমকে রেজা নামের এক ডাক্তার আহত হয়েছেন। আহত রেজা গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার। হামলাকারী গাংনী সনো ল্যাবের মালিক বিজয় হোসেনকে খুঁজছে পুলিশ।
আজ রোববার দুপুর ২টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের রক্ত পরীক্ষার মেশিন বিকল হওয়ায় এক রোগী গাংনী সনো ল্যাবে যান। সেখান থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট ডাক্তার এমকে রেজার কাছে নিয়ে আসে। রক্ত পরীক্ষা ভূল রয়েছে বলে ডাক্তার রেজা গাংনী ক্লিনিকে পুনরায় পরীক্ষার জন্য পাঠায়। এনিয়ে গাংনী সনো ল্যাবের মালিক বিজয় হোসেন ক্ষিপ্ত হয়ে ডাক্তার এমকে রেজাকে হামলা করে আহত করেন।
আহত ডাক্তার এমকে রেজা জানান বিজয় হোসেন তার লোকজন নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিলেন।
এদিকে এ ঘটনার পর থেকে হামলাকারী বিজয় গাঁ ঢাকা দিয়েছেন। তাকে আটক করতে গাংনী থানা পুলিশের একটিদল তার বাড়িতে তল্লাশি চালিয়েছে।

এ ঘটনায় আহত ডাক্তার এমকে রেজা হামলাকারী বিজয়সহ কয়েকজনের নামের মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।
এদিকে হামলাকারী বিজয়ের বিচারের দাবীতে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বিদি দাশের নেতৃত্বে গাংনী উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল করেছেন ডাক্তার-নার্সরা।

পিবিএ/ সাজু/ জেডআই

আরও পড়ুন...