খাগড়াছড়িতে বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশ

মো: এনামুল হক,স্টাফ‌ রি‌পোর্টার: সকল রাজবন্দিদের মুক্তিসহ একদফা দাবিতে খাগড়াছড়িতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলার মিল্লাত চত্বর থেকে কালো পতাকা মিছিলটি বের হয়ে গণপূর্ত অফিসের সামনে আয়োজিত সমাবেশে মিলিত হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সমা‌বে‌শে প্রধান অতিথির বক্তব্যে ৭ জানুয়ারীর নির্বাচনে সারাদেশের মতো ভোট প্রত্যাখান করায় খাগড়াছড়িবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, খাগড়াছড়িতে ১৯টি কেন্দ্রে একটিও ভোট পড়েনি। এছাড়াও অধিকাংশ কেন্দ্রে ২/৩টি করে ভোট পড়েছে। তিনি দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলের দাবি জানান।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিমসহ বিএন‌পির অঙ্গ ও সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীগণ উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন...