পিবিএ,ঢাকা: রাজধানীর খিলক্ষেতে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যপাশ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বুধবার (৪ মার্চ) সকাল নয়টার দিকে বগি দুটি লাইনচ্যুত হয়।
ঢাকার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল নয়টার দিকে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। বগি দুটি সরাতে আমাদের লোকজন সেখানে গেছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।
পিবিএ/জেডআই