খুলনায় অস্ত্র ও গুলিসহ আসামী গ্রেফতার

পিবিএ,খুলনা: খুলনায় অস্ত্র ও গুলিসহ হালিম শিকারি (৪৫) নামে এক বনদস্যুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে জেলার পাইকগাছা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনের ১৩টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৩ পিস পিস্তলের গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সে পাইকগাছা উপজেলার হোগলার চক গ্রামের একাব্বর শিকারির ছেলে। জেলা ডিবির ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, গ্রেফতারকৃত হালিম শিকারি ও তার সহযোগীরা দীর্ঘদিন সুন্দরবনসহ আশ পাশের এলাকায় ডাকাতি ও চাঁদাবজি করে আসছিল। গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

পিবিএ/শেখ হারুন অর রশিদ/বিএইচ

আরও পড়ুন...