পিবিএ, খুলনা: খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খাদিজা বেগম (৪০) নামে আরেক নারী মৃত্যু হয়েছে। সোমবার খুলনা নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের দুলু মোল্লার স্ত্রী।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৯ টায় ‘ডেঙ্গু শকড্ সিন্ড্রোম’ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার রক্তে প্লেটিলেট কাউন্ট খুবই কম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা গেছেন।
এ নিয়ে গত দুই দিনে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারী ও এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
খুলনা সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক এ বিষয়ে নিশ্চিত করে জানান, আজ সোমবার দুুপুর পর্যন্ত খুলনার বিভিন্ন হাসপাতালে ১৯১ জন ডেঙ্গু রোগী চিকিসা নিচ্ছেন।
পিবিএ/ শেখ হারুন অর রশিদ/জেডআই