পিবিএ, খুলনা: ডেঙ্গু টেস্টে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে খুলনার ৮ টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দিবাগত রাতে মহানগরীতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মহানগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বিশ্বাস ডায়গনষ্টিক সেন্টারকে ৫০ হাজার, টেষ্ট না করেই রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল রাখায় সন্ধানী ডায়গনষ্টিক সেন্টারকে ৭০ হাজার, নিউ সাউথ জোন হাসপাতালকে ৫০ হাজার টাকাসহ মোট ৮ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের তত্ত্বাবধায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুল আলম ও ইমরান খান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান বলেন, স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু চিকিৎসার জন্য বিভিন্ন টেস্টের ফি নির্ধারণ করে দিয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে ডেঙ্গু রোগের ঔষধ বিক্রি, অতিরিক্ত সেবা মূল্য আদায়ের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে র্যাব-৬, ড্রাগ ডিপার্টমেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিবিএ/শেখ হারুন অর রশিদ/বাখ