খুলনায় ৯দফা দাবীতে পাটকল শ্রমিকদের ধর্মঘট

পিবিএ,খুলনা: খুলনা-যশোর অঞ্চলসহ দেশের ২৬টি সরকারী পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান,অবসর শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া প্রদানসহ ৯ দফা দাবিতে ২৪ঘন্টার ধর্মঘট পালন করছে শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ৬টা থেকে পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ও জাতীয় শ্রমিকলীগের যৌথ আহবানে এ ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটে খুলনা-যশোর অঞ্চলের ৯টি পাটকলে কাজ বন্ধ রয়েছে। শ্রমিকরা তাদের দাবীর পক্ষে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন মিলসহ ৯টি পাটকলের শ্রমিকরা প্রতিটি মিলে একযোগে মিছিল করেছে।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মছারী ঐক্য পরিষদের আহবায়ক ক্রিসেন্ট মিলের সভাপতি মো: মুরাদ হোসেন, প্লাটিমান মিলের খলিলুর রহমানসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রিসেন্ট জুটমিলের সিবিএ সভাপতি ও শ্রমিকলীগের খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক মোঃ মুরাদ হোসেন বলেন, ৯ দফা দাবিতে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।

এ ধর্মঘটে খুলনাঞ্চলের প্রায় স্থায়ী-অস্থায়ী ৪৫ হাজার শ্রমিক মিলের উৎপাদন বন্ধ রেখে এ আন্দোলনে অংশগ্রহন করেছেন। সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর রোয়েদাদ, অবিলম্বে মজুরি কমিশন, বকেয়া মজুরি, পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, অবসরপ্রাপ্ত শ্রমিকসহ উল্লেখিত দাবি ও সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পি,এফ, গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদানসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান।

শ্রমিক নেতারা ১৮ ও ১৯মার্চ রাজপথ-রেলপথ অবরোধসহ ৪৮ঘন্টার ধর্মঘটের আগেই তাদের দাবী মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়। এরপর তারা ২৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

পিবিএ/এসডি/এমএসএম

আরও পড়ুন...