
গাঁদা আকর্ষণীয় এবং জনপ্রিয় ফুল। গাঁদাকে অনেকে ‘গেন্দা’ ফুলও বলে থাকে। এর ইংরেজি নাম ‘মেরিগোল্ড’। গাঁদা ফুলের বিভিন্ন প্রজাতি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্য এবং আমেরিকার মেক্সিকো, আর্জেন্টিনায় উৎপত্তি হয়েছে। আমাদের দেশে শহর-বন্দর ও গ্রামাঞ্চলে অতি প্রাচীন থেকেই এ ফুল ছড়িয়ে আছে। এ ফুল শুধু বাগানের সৌন্দর্যবর্ধনেই শীর্ষস্থানীয় নয় বরং উৎসব অনুষ্ঠানে, গৃহসজ্জায়, শ্রদ্ধা জানাতে, হিন্দুদের পূজাপার্বণে, বিভিন্ন জাতীয় দিবসে ফুলের তোড়া ও মালা বানাতে ব্যবহার হয়ে আসছে বলেই গাঁদার জনপ্রিয়তা এত সর্বজনবিদিত। ছবিটি লক্ষ্মীপুর জেলার হাসপাতাল রোড এলাকা থেকে তোলা। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর। ছবি : পিবিএ/রেজাউল করিম পারভেজ
