গাংনীতে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিবিএ,মেহেরপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুরের গাংনীতে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণের জন্য লকডাউনে থাকা কর্মহীন ও অসহায় পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।

আজ সোমবার সকালের দিকে গাংনী উপজেলার রাইপুর ও ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন এবং অসহায় ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু,জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির,বিএনপি নেতা আলফাজ উদ্দীন,আক্তারুজ্জামান,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক,সাধারণ সম্পাদক কাউছার আলী,গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস,উপজেলা ছাত্রদলের সাবেক নেতা কামরুল ইসলাম,জাহিদুর রহমান প্রমুখ।

পিবিএ/সাহাজুল সাজু/বিএইচ

আরও পড়ুন...