গাইবান্ধায় করোনা সন্দেহে ২৯৩ জন হোম কোয়ারেন্টাইনে

পিবিএ,গাইবান্ধা: গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় রোববার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩ জন।

এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২৪ জন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। ১ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তারা বাড়ী ফিরেছে নিয়মবিধি মেনে স্বাভাবিক জীবন যাপন করছে। এছাড়াও ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৪০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

গাইবান্ধা জেলায় গত ২৪ ঘন্টায় ২৯৩ জন চিকিৎসাধীন সন্দেহ ভাজন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৭, গোব্দিন্দগঞ্জে ১৪, সদরে ৩৪, ফুলছড়িতে ৮২, সাঘাটায় ১২১, পলাশবাড়িতে ২ ও সাদুল্যাপুর উপজেলায় ৩৩ জন।
পিবিএ/আশরাফুল ইসলাম/এএম

আরও পড়ুন...