পিবিএ,গাইবান্ধা: পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৭ জানুয়ারি) গাইবান্ধায় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে।
পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী অব্দুল মান্নান মিয়া। এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শুরুস্থলে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাহাত গাওয়াহারী, অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক, সিনিয়র এ,এসপি মো. আসাদুজ্জামান আসাদ, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, পু্লিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক সুকমল মজুমদার, সহকারি শিক্ষক রিজিয়া আক্তার বিউটি প্রমূখ।
পিবিএ/এফএস