পিবিএ,রাঙ্গামাটি: বান্দরবানে পরিত্যক্ত মটর সেল বিষ্ফোরণে নিহত সেনা সদস্য নিপন চাকমার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৯ মে) বিকেলে রাঙ্গামাটির সদর উপজেলার কুতুকছড়ি মধ্যম ধর্মঘর এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ জানিয়ে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার
জেনারেল রিয়াদ মেহমুদ নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন,নানিয়ারচর জোন কমান্ডার কর্ণেল লেঃ মোঃ কাইয়ুমসহসেনাবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নিহতের মরদেহ হস্তান্তর পর পুরা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে ,রবিবারতাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলীতে (বিএমটিএ) ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জের ভিতরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে পরিত্যক্ত শেল (বোমা) বিস্ফোরণে সেনা সদস্য জাহিদুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে নিপন চাকমাকে ঢাকা (সিএমএস) হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। শনিবার বিকেলে তাদের ওই এলাকায় ফায়ারিংহওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ ও জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে ।
নিহত সেনা সদস্য ৯ আগস্ট ২০১৪ সালে সৈনিক পদে সেনাবাহিনীতে যোগদান করেন এবং মৌলিক প্রািশক্ষণ শেষে ৬ আগস্ট ২০১৫ সালের ১৬ ইস্ট বেঙ্গল বর্তমানে এডহক
১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ানে যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স ২৩ বছর। তাঁর পিতার নাম কৃপাধন চাকমা এবং মাতা সুরেঙ্গী চাকমা।
পিবিএ/এনএ/হক