গুঁড়ি বৃষ্টি ও তীব্র শীতে জনজীবনে ভোগান্তি

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে । সেই সঙ্গে বিরাজ করছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গভীর সাগরে অবস্থানরত জেলেরা পড়ে চরম বেকায়দায়। একই সাথে দুশ্চিন্তায় পড়েছেন তরমুজ চাষী ও সবজী চাষীরা। বৃষ্টির ধারা অব্যাহত থাকলে বড় ক্ষতির শংকা করছেন কৃষকরা।

ভ্যানচালক হানিফ বলেন, সকালে ভ্যান নিয়ে বের হয়েছিলাম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভ্যান চালানো বন্ধ রাখতে হয়েছে। সেই সঙ্গে তীব্র শীত অনুভূত হচ্ছে। রিকশাচালক ফরিদ হোসেন বলেন, বৃষ্টির কারণে বাজারে মানুষের যাতায়াত কম। তাই আয়ও কম। তরমুজ চাষিরা জানান, কেবল মাত্র জমি তৈরি করা হয়েছে। অসময়ে বৃষ্টি হলে ভোগান্তির শেষ থাকেনা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকালও উপকূলের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। তবে শীতের তীব্রতা কিছুটা কমবে।

আরও পড়ুন...