গুলিতে ডাকাত সর্দার নিহত, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ

পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ৩০ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত সর্দার চান মিয়া হাওলাদার নিহত হয়েছে। নিহত চান মিয়ার বাড়ি বরগুনা জেলার আমতলী থানার গুলিশাখালী ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া গ্রামে।

শুক্রবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টায় কুয়াকাটা মহাসড়কের বল্লভপুর নাম কস্থানে এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত চাঁন মিয়া হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর এলাকায় সিরিজ ডাকাতিসহ শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি। এছাড়া তার নামে পটুয়াখালী ও বরগুনা থানায় ৩০টি মামলা রয়েছে।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চাঁনমিয়া ও তার সঙ্গীরা বল্লভপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল রাত ৩টায় দিকে ওই এলাকায় পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্ধুক যুদ্ধের এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় চাঁনমিয়াকে আটক করে পুলিশ।

 

পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...