গোপালগঞ্জে আওয়ামী লীগের লাঠি মিছিল

পিবিএ,গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশে সরকার ব্যবস্থা যা ই হোকনা কেন গোপালগঞ্জের অফিস আদালত জেলা আওয়ামী লীগ চালাবে। এখানে প্রশাসনের কোন চোখ রাঙ্গানো আমরা সহ্য করবো না। প্রয়োজনে সকলে এক সঙ্গে কারাবরণ করবো। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে গোপালগঞ্জের কোন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, অফিস আদালত লুট হতে দিবনা। স্বার্থবাদীরা যতবড় সন্ত্রাস বা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সেখানেই আমাদের কর্মী বাহিনী প্রতিহত করবে।

মঙ্গলবার (৬ আগস্ট) হামলা ও লুটপাট হবে এমন গুজবে ভাসছিল আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ জেলা শহর।

তিনি বলেন, গোপালগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির গোপালগঞ্জ।এই গোপালগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মন্দিরের উপর কোনো আঘাত করা হয়, গীর্জাতে যদি আঘাত করা হয়, এটা আমরা সহ্য করবোনা।

একটি বাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুহিবুর রহমানের প্রতিকৃত পাথরের মুরাল ভেঙ্গে ফেলেছে।কিন্তু বাঙ্গালীর হৃদয়ে লেখা শেখ মুজিবকে ভেঙ্গে ফেলার ক্ষমতা কারোর নাই।

আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করে পুনরায় আমাদের ঐতিহ্য বজায় রাখবো।আমাদের সংগ্রাম চলছেই চলবে।

তিনি আরও বলেন, প্রিয় নেত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন নাই। তাকে জোর করে বন্ধুকের নলের মুখে হেলিকপ্টারে উঠিয়ে দেয়া হয়েছে।

কোটাবিরোধী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বিএনপি-জামাত এক হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে-এমন গুজব ছড়িয়ে পড়ে শহর জুড়ে।

এই খবরে দুপুরে মুহুর্তের মধ্যেই অফিস আদালত, ব্যাংক-বীমা, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শান্ত গোপালগঞ্জ অশান্ত করতেই কৌশলে এ গুজব ছড়িয়ে দেয় একটি মহল।আর এসব মানুষের ভীতি দুর করতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজমের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই সহস্রাধিক নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্র লাঠিশোটা নিয়ে জেলা শহরের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ করে। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা । সভা থেকে গোপালগঞ্জবাসীকে নির্ভয়ে থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম।

আরও পড়ুন...