পিবিএ,গোপালগঞ্জ : ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ও বই মেলার সকল প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। এদিবসটিকে ঘিরে জাতীয় পতাকা বিক্রি করছেন ভ্রাম্যমান পতাকা বিক্রেতারা।
জেলা শহরের পৌর পার্কে গিয়ে দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। সারি বদ্ধ ও শৃংখলাভাবে যাতে সকলে শ্রদ্ধা জানাতে পারে সেজন্য করা হয়েছে গেট। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাল্যদানের পর সকলে শ্রদ্ধা জানাবেন।
এদিকে, এ দিবসটি উপলক্ষে স্থানীয় ফুল বাজারে বিক্রি হচ্ছে ফুল। সেই সাথে সড়কের পাশে বসে মৌসুমী ফুল বিক্রেতারা ফুল বিক্রি করছেন। নারী-পুরুষ শিশুসহ সকল বয়সের মানুষ ফুল কিনছেন। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, মালাসহ বিভিন্ন ফুল কিনছেন তারা। একটি একটি গোলাপ ১০-২০ টাকা, রজনীগন্ধা ৫ থেকে ১০টার ও এক একটি মালা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই স্থানেও বিক্রি হচ্ছে লাল সবুজের জাতীয় পতাকা। এক একটি পতাকা সাইজ অনুযায়ী একশ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছোট পতাকা, হাত ও মাথার ব্যান্ড ১০টাকায় বিক্রি হচ্ছে।
ফুল বিক্রেতা মো: আলী জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে প্রচুর ফুল বিক্রি হচ্ছে। আমরা ভীড় সামলাতে পারছি না। সকলেই ফুল কিনছেন।
মালা বিক্রেতা টুঙ্গিপাড়া উপজেলার রাখিলা বাড়ী গ্রামের আরতী ঘোরামী বলেন, ৫০টি গাঁদা ফুলের মালা বিক্রি করতে এসেছিলাম। সবই বিক্রি হয়ে গেছে। সকলেই মালা কিনছেন।
পতাকা বিক্রেতা মাদারীপুরের শিবচরের হান্নান খান, জহিরুদ্দিন হাওলাদার বলেন, সকলেই পতাকা কিনছেন। পতাকার সাথে হাত ও মাথার ব্যান্ড ও বিক্রি করছি। তবে ১৬ ডিসেম্বরে প্রচুর পতাকা বিক্রি হওয়ায় এবার একটু কম বিক্রি হচ্ছে।
এদিকে এ দিবস উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরসহ সারা জেলায় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়ছে।
পিবিএ/বিএস/হক